দারুল উলুম আল-মাদানিয়া মাদ্রাসা
dummy text here
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন কোন ব্যক্তি তার ভাইকে বলবে ‘জাযাকাল্লাহু খাইরান’ তাহলে সে নিশ্চয়ই সবচেয়ে সুন্দর প্রশংসা করলো।” [সহীহুল জামে‘- ৭০৮]
উমার ইবনে খাত্ত্বাব রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তোমাদের মধ্যে যদি কেউ জানতো তার ভাইকে ‘জাযাকাল্লাহু খাইরান’ বলাতে কী সাওয়াব আছে তাহলে অবশ্যই একজন অপরজনের জন্য অধিক পরিমাণে এটি বলতো।” [মুসান্নাফ ইবনে আবী শাইবা- ১/৪৩৬]
প্রচারে: শাইখ ড. মুহাম্মাদ সাইফুল্লাহ হাফিযাহুল্লাহ
আমার সম্মানিত উস্তায অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ ইসমাঈল (রহিমাহুল্লাহ) এর ইন্তেকাল।
আমার সম্মানিত উস্তায ও বড় ভগ্নিপতি ওসমানী আলিম মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ ইসমাঈল (রহিমাহুল্লাহ) ইন্তেকাল করেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার কাছে তাঁর মাগফিরাত ও জান্নাতুল ফিরদা‘উস কামনায় দু‘আ করি। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন ও জান্নাতুল ফিরদা‘উস এর উচ্চ মাকাম দান করুন। তাঁর পরিবারকে উত্তম সবর দান করুন। তাঁর রেখে যাওয়া ইলম থেকে সকলকে উপকৃত হওয়ার তাওফীক্ব দান করুন। আমীন, ইয়া রাব্বাল আলামীন।
اَللّٰهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَعَافِهِ، وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِّنْ دَارِهِ، وَأَهْلًا خَيْرًا مِّنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِّنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّارِ]
ড. মুহাম্মাদ সাইফুল্লাহ
২৩ শাওয়াল ১৪৪৫, ২ মে ২০২৪